Ajker Patrika

বাঘায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রতিনিধি, বাঘা (রাজশাহী)
বাঘায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

রাজশাহীর বাঘায় মাদকাসক্ত ছেলে সনেট হোসেনকে (২৫) পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। আজ রোববার সকালে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সনেট উপজেলার নারায়ণপুর গ্রামের আবু বক্করের ছেলে। 

জানা যায়, সনেট হোসেন দীর্ঘদিন থেকে মাদকে আসক্ত হয়ে পড়েছে। পরিবার থেকে তাঁকে টাকা দিতে না পারলে মা-বাবা ভাইয়ের ওপর নির্যাতন করত। এমনকি টাকা না দিলে পরিবারের অজান্তে বাড়ির জিনিসপত্র বাজারে বিক্রি করে দিত সে। তাঁকে বিভিন্নভাবে বোঝানোর পরেও মাদক সেবন থেকে বিরত রাখা যায়নি। দিন দিন তাঁর মাদকাসক্ততা বৃদ্ধি পেয়েছে। এ জন্য বাধ্য হয়ে তাঁকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। 

সনেটের মা নার্জিনা বেগম বলেন, মাদকের টাকা জোগাড় করতে বাড়ির চাল থেকে নানা প্রকার জিনিসপত্র বিক্রি করে। নানাভাবে বোঝানোর পরেও তাঁকে মাদক সেবন থেকে বিরত রাখা যাচ্ছিল না। বরং তাঁর নির্যাতন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পুলিশে দেওয়া হয়েছে। 
 
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত