Ajker Patrika

সাবেক এমপি মমিন মণ্ডলের নামে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সাবেক এমপি মমিন মণ্ডলের নামে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরাবর দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

গতকাল বুধবার সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির অভিযোগ দুটি করেন। 

অভিযোগে আব্দুল মমিন মণ্ডলের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল মমিন মণ্ডল এমপি থাকা অবস্থায় সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করে তাঁর ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিনের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তুলেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তারা দুজনই আত্মগোপনে রয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। 

এ বিষয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘আমি সশরীরে উপস্থিত হয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। অভিযোগটি গ্রহণ করে চেয়ারম্যান জানিয়েছেন তদন্তের জন্য দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হবে।’ 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক খায়রুল হক বলেন, ‘অভিযোগের কোনো কাগজপত্র হাতে পায়নি। প্রধান কার্যালয় থেকে তদন্তের সিদ্ধান্ত আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত