Ajker Patrika

রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২০: ৩১
রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী মহানগরীতে চার প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। 

রাজশাহী বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, পরিস্থিতি বিবেচনায় আজ (মঙ্গলবার) দুপুরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কখন বিজিবি প্রত্যাহার করা হবে, সেটি আপাতত বলা যাচ্ছে না। সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। 

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘আজ পরিস্থিতি বেশ উত্তপ্ত। এ জন্য আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

আজ মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত রয়েছে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাস দখলে রেখেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলে বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। তাঁরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন।

রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। তাঁরাও কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও নগরীর সাহেববাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী কলেজে সংঘর্ষ চলছিল। শহরের তালাইমারী এলাকায় অবস্থান করছিলেন আন্দোলনরত কিছু শিক্ষার্থী।

এর আগে বিকেলে নগরীর দড়িখড়বোনা এলাকায় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনির কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজশাহীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত