Ajker Patrika

চারঘাটে দুই স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৫৩
চারঘাটে দুই স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর

আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সহিংসতার ঘটনা বাড়ছে। এবার সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক ও শলুয়া ইউনিয়নের স্বতন্ত্র পদপ্রার্থী জিয়াউল হক মাসুমের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে বলে স্বতন্ত্র দুই প্রার্থীর অভিযোগ। দুই প্রার্থীই দুই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ বিষয়ে চারঘাট মডেল থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। 

চারঘাট সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে তাঁর সমর্থক-কর্মীরা আনারস মার্কার পোস্টার নিয়ে ব্যাটারিচালিত অটো গাড়িতে মাইক দিয়ে প্রচার কার্যক্রম চালাচ্ছিল। তাঁর প্রচার গাড়ি বুদিরহাট বাজারের উত্তরে মাহাবুল ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে ওই ইউনিয়নের মাজেল, রাব্বি, নুরু ও জাহাঙ্গীর নামের কয়েক যুবক গাড়িতে হামলা করেন। এ সময় গাড়ি, মাইক ও ব্যাটারি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি ইন্ধনদাতা হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফজলুল হককে দায়ী করেছেন। 

তবে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলার বিষয়ে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী ফজলুল হক। তিনি বলেন,‘ওই স্বতন্ত্র প্রার্থী ভোটারদের সহানুভূতি আদায়ের জন্য নিজেই নিজের গাড়িতে হামলা চালিয়েছেন। এ ঘটনায় আমার কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়।’ 

এদিকে শলুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মাসুম লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকেলে বালুদিয়াড় বাজারে তাঁর প্রচার গাড়িতে মাদক কারবারি মুক্তা বাহিনী হামলা চালায়। এ সময় মাইক অকেজো করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে প্রচারে বের হলে গাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে মুক্তা আলীকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হবে। নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে আমরা প্রশাসনের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত