নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নারী-পুরুষ মিলিয়ে দলটা বেশ বড়। সবাই চীনের নাগরিক। আজ সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চত্বরে বাংলা নববর্ষের আয়োজন ঘুরে উপভোগ করছিলেন তাঁরা। শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ মেতে ওঠেন সবাই। কেউ আবার ঢাকঢোলের তালে তালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সঙ্গে নাচেও অংশ নেন।
নববর্ষের আনন্দ শোভাযাত্রা চলাকালে তাঁদের সঙ্গে কথা হয়। চীনা নাগরিকেরা গোদাগাড়ীতে রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজ করছেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি।
দলটির সঙ্গে ছিলেন ওয়াসার প্রকল্পটির উপমহাব্যবস্থাপক ইয়াসির আরাফাত। তিনি জানান, চীনের এই কর্মীরা নববর্ষের উৎসব দেখতে বেশ আগ্রহ নিয়ে এসেছেন।
সকাল ৯টার দিকে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রায় শুরু থেকেই চীনা নাগরিকেরা মেতে ওঠেন। কেউ কেউ ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। কারও হাতে তালপাতার হাতপাখা, কেউ মেলায় ঘুরছিলেন তাঁদের প্রতিষ্ঠানের স্টলের আশপাশে।
ওয়াসার প্রকল্পটির পরিচালক জু বলেন, ‘এই উৎসব অনেক প্রাণবন্ত। বাংলাদেশের মানুষ খুব বন্ধুপ্রতিম ও অতিথিপরায়ণ। চীনেও নববর্ষ উদ্যাপন করা হয়। তবে সেখানে আতশবাজির ব্যবহার বেশি। দুই দেশের নববর্ষে মানুষের অংশগ্রহণ থাকলেও রীতিনীতিতে পার্থক্য রয়েছে।’
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, ‘চীনের মানুষ বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থেকেই এই আয়োজন দেখতে এসেছেন। লোকশিল্প, সাংস্কৃতিক চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখাই আনন্দ শোভাযাত্রার লক্ষ্য। প্রতীকী মুখোশ, গ্রামীণ জীবনের অনুষঙ্গ ও বাংলার লোকজ উপকরণে সাজানো হয় এই শোভাযাত্রা।’
জানা গেছে, চীনের এই নাগরিকেরা গত দুই বছর ধরে গোদাগাড়ীতে কাজ করছেন। শুরু থেকেই বাংলা নববর্ষের প্রতি তাঁদের কৌতূহল ছিল। এবার তাঁরা নিজের চোখে দেখলেন পয়লা বৈশাখের উৎসব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ধর্ম-বর্ণনির্বিশেষে এই উৎসবের মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। এবার একদল বিদেশিও অংশ নিয়েছেন, যা আমাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার পথে একধাপ এগিয়ে দিল।’
নারী-পুরুষ মিলিয়ে দলটা বেশ বড়। সবাই চীনের নাগরিক। আজ সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চত্বরে বাংলা নববর্ষের আয়োজন ঘুরে উপভোগ করছিলেন তাঁরা। শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ মেতে ওঠেন সবাই। কেউ আবার ঢাকঢোলের তালে তালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সঙ্গে নাচেও অংশ নেন।
নববর্ষের আনন্দ শোভাযাত্রা চলাকালে তাঁদের সঙ্গে কথা হয়। চীনা নাগরিকেরা গোদাগাড়ীতে রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজ করছেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি।
দলটির সঙ্গে ছিলেন ওয়াসার প্রকল্পটির উপমহাব্যবস্থাপক ইয়াসির আরাফাত। তিনি জানান, চীনের এই কর্মীরা নববর্ষের উৎসব দেখতে বেশ আগ্রহ নিয়ে এসেছেন।
সকাল ৯টার দিকে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রায় শুরু থেকেই চীনা নাগরিকেরা মেতে ওঠেন। কেউ কেউ ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। কারও হাতে তালপাতার হাতপাখা, কেউ মেলায় ঘুরছিলেন তাঁদের প্রতিষ্ঠানের স্টলের আশপাশে।
ওয়াসার প্রকল্পটির পরিচালক জু বলেন, ‘এই উৎসব অনেক প্রাণবন্ত। বাংলাদেশের মানুষ খুব বন্ধুপ্রতিম ও অতিথিপরায়ণ। চীনেও নববর্ষ উদ্যাপন করা হয়। তবে সেখানে আতশবাজির ব্যবহার বেশি। দুই দেশের নববর্ষে মানুষের অংশগ্রহণ থাকলেও রীতিনীতিতে পার্থক্য রয়েছে।’
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, ‘চীনের মানুষ বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থেকেই এই আয়োজন দেখতে এসেছেন। লোকশিল্প, সাংস্কৃতিক চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখাই আনন্দ শোভাযাত্রার লক্ষ্য। প্রতীকী মুখোশ, গ্রামীণ জীবনের অনুষঙ্গ ও বাংলার লোকজ উপকরণে সাজানো হয় এই শোভাযাত্রা।’
জানা গেছে, চীনের এই নাগরিকেরা গত দুই বছর ধরে গোদাগাড়ীতে কাজ করছেন। শুরু থেকেই বাংলা নববর্ষের প্রতি তাঁদের কৌতূহল ছিল। এবার তাঁরা নিজের চোখে দেখলেন পয়লা বৈশাখের উৎসব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। ধর্ম-বর্ণনির্বিশেষে এই উৎসবের মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। এবার একদল বিদেশিও অংশ নিয়েছেন, যা আমাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার পথে একধাপ এগিয়ে দিল।’
চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক চেকপোস্ট বাসিয়ে ২৩৭টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ১৫ মামলায় যানবাহন চালকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় লাইসেন্সবিহীন ১৫টি গাড়ি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল
৩১ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মারা যান তিনি। এর আগে আজ বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এক বাসে আচার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তিনি।
৩৫ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জে শাহেদ আহমদ (১৯) নামের এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেট-সংলগ্ন পুলিশের চেকপোস্টে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্ততপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় সড়কের বেহাল দশাকে দায়ী করছেন স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ।
১ ঘণ্টা আগে