Ajker Patrika

গৃহবধূর লাঠির আঘাতে আহত স্বামী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০১ মে ২০২৪, ১৯: ৫১
গৃহবধূর লাঠির আঘাতে আহত স্বামী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজশাহীর বাঘায় গৃহবধূর লাঠির আঘাতে আহত স্বামী এরশাদ আলী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত এরশাদ আলী উপজেলার চকছাতারী গ্রামের মৃত জবুর সর্দারের ছেলে। তিনি পেশায় চকছাতারি জামে মসজিদের মোয়াজ্জিন ও মসজিদভিত্তিক একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

প্রতিবেশীরা জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পরে এরশাদ আলী চার বছর আগে পাশের পাকুরিয়া গ্রামের হাশেম মুন্নার মেয়ে শাহানা বেগমের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিজ বাড়ির টিউবওয়েলে পানির সংকট থাকায় গত ২৩ এপ্রিল দুপুরে এরশাদ আলী পাশের বাড়িতে গোসল করেন। গোসল শেষে স্ত্রীর জন্য বালতিতে পানি নিয়ে আসেন। এ সময় শাহানা বেগম স্বামী এরশাদ আলী গ্রামের কার বাসায় গোসল করেছেন, সেটা জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। 

একপর্যায়ে শাহানা ঘরের দরজার হুরকি (বাঁশের লাঠি) দিয়ে এরশাদের মাথায় আঘাত করে। এরশাদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে রামেক হাসপাতালে পাঠান। সেখানে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এরশাদ আলী গতকাল রাতে মারা যান। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই দিন ঘটনাস্থলে গিয়ে এরশাদ আলীর স্ত্রী শাহানা বেগমকে আটক করে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত