Ajker Patrika

নাটোরে ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি নেতাসহ আটক ৩

নাটোর প্রতিনিধি 
আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তাঁরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে শেরকোল ইউনিয়নের শাহীবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর থেকে দুই ট্রাকভর্তি ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক। ট্রাক দুটি নাটোর-আত্রাই আঞ্চলিক সড়কপথ দিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে উঠে শেরকোল শাহী বাজারে পৌঁছালে এর গতি রোধ করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তাঁর অনুসারীরা। এ সময় ধানের মালিক আবু বকরের কাছে চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকার করলে জয়নাল ও তাঁর লোকজন ট্রাক আটকে রাখেন।

এ সময় ধানের মালিক ফোন করে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধানের মালিক আবু বক্কর বলেন, ট্রাক আটকে চাঁদা নেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সদস্যদের জানালে তাঁরা দ্রুত ব্যবস্থা নেন।

সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে তিনজনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। রাতেই মামলা রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত