Ajker Patrika

আজকের পত্রিকার বর্ষপূর্তিতে বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২০: ৪৯
আজকের পত্রিকার বর্ষপূর্তিতে বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার পাঠকনন্দিত আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা হয়। পরে একটি শোভাযাত্রা প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আজকের পত্রিকার বগুড়া প্রতিনিধি গনেশ দাসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে আজকের পত্রিকা। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্টদের অভিনন্দন এবং এর ইতিবাচক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ ও বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু।

বগুড়ায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। ছবি: আজকের পত্রিকাএ সময় উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ তোফাজ্জল হোসেন, বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাফউদ্দৌলা ডিউক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক মাসুদুর রহমান রানা, প্রদীপ মহন্ত, ইলিয়াস হোসেন, জহুরুল ইসলাম, বিধান সিংহ, কালাম আজাদ, আবুল কালাম আজাদ, আবু সাঈদ, সঞ্জু রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত