Ajker Patrika

আনসার সদস্যের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আনসার সদস্যের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাটোরের বাগাতিপাড়ায় সাকিবুল ইসলাম সোহাগ (২৪) নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের নাজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবার বলছে পরকীয়ার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

সোহাগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অগ্রণী ব্যাংকের আনসার সদস্য হিসেবে কর্মরত।

পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ডিউটি শেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে রাতে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন সোহাগ। ওই রাতেই হঠাৎ পাশের এক চাচাতো ভাইয়ের বাড়ি থেকে তাঁর চিৎকারের শোনেন স্থানীয়রা। পরে তাঁরা ঘটনাস্থলে গেলে ওই বাড়ির বারান্দায় সোহাগের প্যান্টের হুক ও চেন খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

পরিবার ও পুলিশের দেওয়া তথ্য মতে, বাড়ির পাশের এক চাচাতো ভাইয়ের বিধবা বউয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সোহাগের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে তিনি স্ত্রীর সঙ্গে তিন বছর ধরে খারাপ আচরণ করছিলেন। তাদের এই সম্পর্ক নিয়ে এর আগে পারিবারিকভাবে সমাধানও হয়। সোহাগের মা ও স্ত্রীর দাবি যৌনাঙ্গে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।

বাগাতিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রাতে সোহাগ নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যুর কারণ জানা যাবে।

বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীকে থানায় নেওয়া হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত