Ajker Patrika

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৪, ১৫: ৩৩
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই কারাদণ্ডের আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে রনি (২৭) এবং একই গ্রামের হাচেন আলী সরদারের ছেলে মো. আজিম (৩০)। 

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৩ অক্টোবর উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায় উল্লাপাড়া পুলিশ। দুপুরে পুলিশের কাছে খবর আসে, পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় রনি ও আজিম নামে দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত