Ajker Patrika

উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় গুলি করে রকেট এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারিকুল ইসলাম মোবারক (৩২) নামে এক রকেট এজেন্টের পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করেছেন দূর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌকিদহ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল উপজেলার সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এখন আশঙ্কামুক্ত তবে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই মাহমুদুল হাসান মুন্না। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারিকুল। পথে শ্রীকোলা চৌকিদহ সেতুর পাশে পৌঁছালে একদল দূর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁর পায়ে গুলি করে। এরপর তাঁর কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

প্রত্যাক্ষদর্শী সুমন হোসেন জানান, গুলির শব্দ আর চিৎকার শুনে তিনিসহ আরও লোকজন এগিয়ে যান। এ সময় তারিকুলকে গুলিবিদ্ধ ও রক্তাক্তবস্থায় দেখেন। এরপর উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যান। 

এ নিয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। অপরাধীদের সনাক্ত করতে রাস্তায় থাকা বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত