প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিয়ে রংপুরগামী একটি বাসে পাথর ছুড়েছে এক দুর্বৃত্ত। এতে গাড়ির পেছনে অংশের গ্লাস ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার বগুড়া-গোবিন্দগঞ্জ রুটে এই ঘটনা ঘটে।
সম্প্রতি পরীক্ষা দিতে গিয়ে লকডাউনের আটকে পড়া শিক্ষার্থীদের তিনটি রুটে বাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে শিক্ষার্থীদের নিয়ে রংপুর ও বগুড়া উদ্দেশে ক্যাম্পাস ছাড়ে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাস। এর মধ্যে একটি বাসে এক মোটরসাইকেল আরোহী পাথর ছুড়ে পালিয়ে যায়।
গাড়িতে পাথর ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন ওই বাসের যাত্রী শহীদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, বগুড়া-গোবিন্দগঞ্জ রুটে আমাদের গাড়িটি দীর্ঘ সময় জ্যামে আটকে ছিল। একটু একটু করে গাড়ি এগোচ্ছিল। এরই মধ্যে রংপুর থেকে বগুড়ার দিকে আসা একটি মোটরসাইকেল আরোহীর সঙ্গে আমাদের গাড়ির ড্রাইভারের কথা-কাটাকাটি হয়। এই সময় গাড়িতে থাকা শিক্ষার্থীরা নিচে নেমে ওই মোটরসাইকেল আরোহীকে রাবি শিক্ষার্থী বলে পরিচয় দিলে তিনি চলে যান। পরে পেছন থেকে পাথর ছুড়ে বগুড়ার দিকে দ্রুত বাইক চালিয়ে চলে যান। এতে গাড়ির পেছনের অংশের গ্লাস ভেঙে যায়। তবে কেউ আঘাত পায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মকছিদুল হক বলেন, আজ রংপুর ও বগুড়ার উদ্দেশে বিভিন্ন রুটে আমাদের ১১টি গাড়ি গেছে। এর মধ্যে একটি গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা এরই মধ্যে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। এর বাইরে বিস্তারিত এখনো কিছু বলা যাচ্ছে না। বাসটি ক্যাম্পাসে এলে বাসে থাকা স্টাফদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানতে পেরেছি, গাড়ির একটা গ্লাস ভেঙে গেছে। কোনো শিক্ষার্থী আঘাত পায়নি। আমাদের গাড়িগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে তারা ফেরার পথে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিয়ে রংপুরগামী একটি বাসে পাথর ছুড়েছে এক দুর্বৃত্ত। এতে গাড়ির পেছনে অংশের গ্লাস ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার বগুড়া-গোবিন্দগঞ্জ রুটে এই ঘটনা ঘটে।
সম্প্রতি পরীক্ষা দিতে গিয়ে লকডাউনের আটকে পড়া শিক্ষার্থীদের তিনটি রুটে বাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে শিক্ষার্থীদের নিয়ে রংপুর ও বগুড়া উদ্দেশে ক্যাম্পাস ছাড়ে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাস। এর মধ্যে একটি বাসে এক মোটরসাইকেল আরোহী পাথর ছুড়ে পালিয়ে যায়।
গাড়িতে পাথর ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন ওই বাসের যাত্রী শহীদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি বলেন, বগুড়া-গোবিন্দগঞ্জ রুটে আমাদের গাড়িটি দীর্ঘ সময় জ্যামে আটকে ছিল। একটু একটু করে গাড়ি এগোচ্ছিল। এরই মধ্যে রংপুর থেকে বগুড়ার দিকে আসা একটি মোটরসাইকেল আরোহীর সঙ্গে আমাদের গাড়ির ড্রাইভারের কথা-কাটাকাটি হয়। এই সময় গাড়িতে থাকা শিক্ষার্থীরা নিচে নেমে ওই মোটরসাইকেল আরোহীকে রাবি শিক্ষার্থী বলে পরিচয় দিলে তিনি চলে যান। পরে পেছন থেকে পাথর ছুড়ে বগুড়ার দিকে দ্রুত বাইক চালিয়ে চলে যান। এতে গাড়ির পেছনের অংশের গ্লাস ভেঙে যায়। তবে কেউ আঘাত পায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মকছিদুল হক বলেন, আজ রংপুর ও বগুড়ার উদ্দেশে বিভিন্ন রুটে আমাদের ১১টি গাড়ি গেছে। এর মধ্যে একটি গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা এরই মধ্যে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। এর বাইরে বিস্তারিত এখনো কিছু বলা যাচ্ছে না। বাসটি ক্যাম্পাসে এলে বাসে থাকা স্টাফদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারবো।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানতে পেরেছি, গাড়ির একটা গ্লাস ভেঙে গেছে। কোনো শিক্ষার্থী আঘাত পায়নি। আমাদের গাড়িগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে তারা ফেরার পথে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তনকে ঘিরে লাখো মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
২ মিনিট আগেচট্টগ্রামের দক্ষিণে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি।
১২ মিনিট আগেজামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল বিভাগে রায়ের দিন আগামী ১ জুন ধার্য করা হয়েছে। আজ বুধবার চতুর্থ দিনের শুনানি শেষে দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
২৬ মিনিট আগেরাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে