Ajker Patrika

হাসপাতালে রেখে যাওয়া অজ্ঞাতপরিচয় যুবক মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৩১
হাসপাতালে রেখে যাওয়া অজ্ঞাতপরিচয় যুবক মারা গেছেন

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেখা যাওয়া অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাতে সদর উপজেলার কান্দাপাড়া এলাকার তুহিন নামের এক ব্যক্তি অজ্ঞাতপরিচয় ওই যুবককে হাসপাতালে ভর্তি করে চলে যান। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হলে লাশ মর্গে রাখা হয়। বিষয়টি থানায় জানানো হলে তা খতিয়ে দেখা হচ্ছে।

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গের ডোম রানা বলেন, সকালে হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ এনে মর্গে রাখা হয়েছে। তাঁর পরনে ছেঁড়া লুঙ্গি ও শার্ট ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত