Ajker Patrika

পার্কের আড়ালে ‘অসামাজিক ব্যবসা’র প্রতিবাদ এলাকাবাসীর

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
পার্কের আড়ালে ‘অসামাজিক ব্যবসা’র প্রতিবাদ এলাকাবাসীর

পাবনার ঈশ্বরদীতে পার্কের ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তাঁরা ঝাড়ু ও জুতা দেখিয়ে অবৈধ ও অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন রতন দুই বছর আগে ভবানীপুর গ্রামে ‘জে এন্ড জে’ নামের একটি বিনোদন পার্ক স্থাপন করেন। কিছুদিন পর তিনি সেখানে মাদক ব্যবসা ও নারী নিয়ে এসে দেহ ব্যবসা শুরু করেন। সম্প্রতি তিনি রূপপুরের রাশিয়ান নাগরিকদের নিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করছেন। দিনে-রাতে এসব অশ্লীল ও অসামাজিক কাজে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। 

ঝাড়ু ও জুতা হাতে এলাকাবাসীর মানববন্ধনস্থানীয় বাসিন্দা আকুব্বর হোসেন ও আনিসুর রহমান বলেন, ‘বিনোদন কেন্দ্রের নামে রতন সাহেব দেহ ও মাদক ব্যবসা করছেন। এ কারণে এলাকার পরিবেশ ও যুব সমাজ নষ্ট হচ্ছে। এ বিষয়ে তাকে বারবার জানানো হলেও তিনি কারও কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় প্রতিবাদে নেমেছি। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। তারা অবৈধ কার্যকলাপ বন্ধ না করে উল্টো স্থানীয়দের হয়রানি করছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার পুলিশের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, পার্ক সাধারণ মানুষের বিনোদনের জায়গা। কিন্তু সেখানে অবৈধ, অশ্লীল, অসামাজিক কাজ মেনে নেওয়া হবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ব্যবসায়ী আফজাল হোসেন রতনের পার্কে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে পার্কের প্রধান ফটক বন্ধ পাওয়া যায়। মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একপর্যায়ে ফোন বন্ধ করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত