Ajker Patrika

চালের দাম ঊর্ধ্বমুখী, ভিড় বেড়েছে খোলাবাজারে

প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)
চালের দাম ঊর্ধ্বমুখী, ভিড় বেড়েছে খোলাবাজারে

বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী থাকায় খোলাবাজারগুলোতে নিম্নবিত্ত, মধ্যবিত্তদের ভিড় বেড়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুরে আগে চাল পাওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। পরে দায়িত্বরত ডিলার ও স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করলে আবারও কার্যক্রম শুরু হয়। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের খোলাবাজারে বিক্রির ওএমএস’র চাল-আটা পেতে ভিড় বেড়েছে আগের তুলনায় দ্বিগুণ। খোলাবাজারে বিক্রির ওএমএস’র চাল-আটা পেতে নিম্ন আয়ের মানুষের মধ্যে তৈরি হয়েছে হাহাকার। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও স্বল্পমূল্যে চাল ও আটা কিনতে না পেরে তাঁদের অনেককেই ফিরতে হচ্ছে শূন্য হাতে। ডিলাররা বলছেন, বরাদ্দের চেয়ে চাহিদা অনেক বেশি। তাই বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই চাল আটা শেষ হয়ে যাচ্ছে। তাই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। 

ইউএনও অফিস সূত্রে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় দুর্গাপুর পৌরসভার তিনটি পয়েন্টে (ওএমএস) স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে, শালঘরিয়া বদির মোড়, সিংগাবাজার ও দুর্গাপুর সদর বাজার। প্রতিটি ডিলারকে প্রতিদিন ১ হাজার ৫০০ কেজি চাল ও আটা বরাদ্দ দেওয়া হচ্ছে। ডিলারদের কাছে থেকে প্রত্যেক ব্যক্তি পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারবেন। চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।

বাজার ঘুরে জানা গেছে, চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে চিকন চাল। মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা কেজিতে। ফলে বাজারে চাল ও আটার এমন দামে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। যে কারণে খোলাবাজারে ৩০ টাকা কেজিতে চাল ও ১৮ টাকা কেজিতে আটা কিনতে তারা ওএমএস’র দিকে ছুটছেন। অনেকেই চাল ও আটা বিক্রি শুরু হওয়ার আগেই এসে লাইনে অপেক্ষা করছেন।

শালঘরিয়া গ্রামের ট্রলি চালক আমেজ উদ্দিন বলেন, ‘খোলাবাজারে নিম্ন আয়ের মানুষের কথা বলা হলেও সব শ্রেনির মানুষ চাল আটা পেতে চায়। এমনকি ইউনিয়নের লোকজনও চাল আটা পেতে পৌরসভায় ভিড় করছেন। চাহিদার তুলনায় বরাদ্দ খুবই কম। এ কারণে প্রতিদিন চাল আটা পেতে মানুষের মধ্যে হট্টগোল বাঁধে।’ 

তিত্তরকুড়ি গ্রামের সোখিনা বেগম জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বেলা ১২টার দিকে চাল পেয়েছেন। গত দিন আসতে দেরি হওয়ায় তিনি চাল পাননি। স্বামী কাজে যায়, তিনি নিয়মিত খোলাবাজার ওএমএস চাল পেতে যুদ্ধ করেন। চাল আটার মান ভাল হওয়ায় চাল আটা কিনতে ধনীরাও ভিড় করে। এ কারণে লড়াই করে চাল আটা কিনতে হয়। 

ভ্যানচালক কামাল হোসেন বলেন, লাইনে দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত চাল পাব কিনা জানি না। বাজারে চালের দাম বেশি। আমাদের খোলাবাজারে চাল আটাই ভরসা। 

শালঘরিয়ার ডিলার বজলুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকালে লাইনে দাঁড়ানো নিয়ে ভিড়ের মধ্যে একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে এটা সামান্য ব্যাপার বড় ধরনের কিছু না। পরে পরিস্থিতি শান্ত করে আবারও পণ্য শুরু হয়।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত