Ajker Patrika

জয়পুরহাটে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০

জয়পুরহাটে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার শিমুলতলী বাজারের অদূরে ওয়াবদা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুড়গাছির আলেয়া (৬০), একই উপজেলার মাস্টাপাড়া মহল্লার লিটন (৪৩), কুয়াতপুরের সানোয়ার (৪০) ও দেলোয়ার হোসেন (২৭), পাঁচবিবি সদরের নাহিদা আক্তার (৪৫), জয়পুরহাট সদরের শান্তিনগর মহল্লার জান্নাতুল ফেরদৌস (২৪), জেলা সদরের শিমুলতলীর হালিমা (৩৫) ও হাবিবা (৩) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাওয়াতপুর গ্রামের আরিফুল (১৮) ও আব্দুল আহাদ (২৩)। 
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার এবি ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি জেলার পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটের দিকে আসছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা সৌমিক ট্রাভেলসের আরেকটি বাসের সঙ্গে এবি ট্রাভেলসের বাসটির সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। তখন দ্রুত পাশ কাটতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে এবি ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি পাশে পুকুরে পড়ে যায়। 
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হননি। আহত হয়েছেন অন্তত ৯ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত