Ajker Patrika

মুক্তিপণ দাবি ৫০ হাজার, ১০ হাজার টাকা দেওয়ার পর মিলল লাশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৭: ৫১
মুক্তিপণ দাবি ৫০ হাজার, ১০ হাজার টাকা দেওয়ার পর মিলল লাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের তিন দিন পর রেদোয়ান ইসলামের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিন আগে নিখোঁজ হওয়ার পর আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রতনকান্দি গ্রামের সাগর মিয়া (১৮), নাঈম মিয়া (১৮) ও জিগারবাড়িয়া গ্রামের শাখাওয়াত (১৯) হোসেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রেদোয়ানের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের ছেলে মো. রেদোয়ান ইসলামকে (১১) বাড়ির পাশ থেকে অপহরণ করা হয়। সে পাশের একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। অপহরণের পর ওই রাতে অপহরণকারীরা শিশুটির বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ওই টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে রাতেই মমিরুল ইসলাম বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু এর পর থেকেই অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল রাতে তিন আসামিকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা-পুলিশ।

মুক্তিপণ দিয়েও বাঁচানো যায়নি শিশু রেদোয়ানকে। ছবি: আজকের পত্রিকাপ্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী আজ সোমবার সকালে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, ‘শিশুটিকে অপহরণের পর গত শনিবার আমরা অভিযোগ পাই। পরদিন রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত