Ajker Patrika

নওগাঁয় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষাকেন্দ্র থেকে ৩ শিক্ষক প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষাকেন্দ্র থেকে ৩ শিক্ষক প্রত্যাহার

নওগাঁর সাপাহার উপজেলার সরফ তুল্লাহ ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে তিনজন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। আজ রোববার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লূনা মাদ্রাসার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার দায়ে ওই তিনজন শিক্ষককে প্রত্যাহার করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রসচিব অধ্যক্ষ মো. মোসাদ্দেক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন। তাঁরা আগামী এক বছরের কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।’ 

প্রত্যাহার হওয়া শিক্ষকেরা হলেন—উপজেলার চাঁচাহার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. গোলাম রাব্বানী, হাঁপানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান এবং পাহাড়ীপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মোরসালিন। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লূনা আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন সেখানে গিয়ে ওই শিক্ষকদের দায়িত্ব অবহেলার বিষয়টি আমার নজরে আসে। পরে সেখান থেকে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত দায়িত্বে থাকা শিক্ষকদের সেখানে নিযুক্ত করা হয়েছে। ওই শিক্ষকদের ব্যাপারে পরবর্তী কার্যক্রমের বিষয়টি কেন্দ্রসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত