Ajker Patrika

নিখোঁজের ৭ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০: ৫৯
নিখোঁজের ৭ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

নিখোঁজের সাত দিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে ফকির চাঁন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ফকির চাঁন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামাণিকের ছেলে। তিনি অটো ভ্যানের চালক ছিলেন।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৩টার দিকে ভাড়ার উদ্দেশ্যে উল্লাপাড়া মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ফকির চাঁন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু না পেয়ে দুই দিন পর পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বেলকুচি থানার গরুর হাট নাম স্থান থেকে একজনকে আটক করা হয়। আটকের পর তাঁর দেওয়া বর্ণনা অনুযায়ী আজ সকালে পৌর শহরের শিবপুর গ্রামের রেললাইনের পাশ থেকে ফকির চাঁনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মডেল থানার পুলিশ।

উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) মাহফুজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির দেওয়া বর্ণনা অনুযায়ী জায়গায় গিয়ে ফকির চাঁনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত