বগুড়া প্রতিনিধি
বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে।
গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে।
গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামে করতোয়া নদীর ভাঙনে সড়ক ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বলছেন, চার-পাঁচ বছর ধরে অব্যাহত ভাঙনে ইতিমধ্যে চার থেকে পাঁচ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামের প্রধান সড়কের অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের তিন গ্রামের মানুষের চলাচল...
৬ মিনিট আগেআড়াই ফুট লম্বা শারীরিক প্রতিবন্ধী নছু মিয়া। ষাটোর্ধ প্রতিবন্ধী নছু মিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভিবৃক্ষাত্তি করে কিছু টাকা জমান। বার্ধক্য জনিত কারণে অসুস্থ হওয়ার পরপরই জমানো টাকাগুলো স্থানীয় এক বিএনপির নেতার মালিকানাধীন ইসলামীক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি এনজিওতে জমা করেন।
২৮ মিনিট আগেস্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
৪৪ মিনিট আগেনিখোঁজের তিনদিন পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষারকে (২৭) উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে