Ajker Patrika

বগুড়ায় দিন-দুপুরে চলন্ত অটোতে ছিনতাইয়ের শিকার মা-মেয়ে 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দিন-দুপুরে চলন্ত অটোতে ছিনতাইয়ের শিকার মা-মেয়ে 

বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে। 

গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত