রিমন রহমান, রাজশাহী
আট বছর অপেক্ষার পর বাবা হয়েছিলেন মিনারুল ইসলাম; কিন্তু সন্তানের মুখ দেখা হয়নি। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই যুবক। স্বামীর শোকে ভেঙে পড়া নূরেসান খাতুন শম্পা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামী হারানোর ২ মাস ৯ দিন পর নূরেসানের কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলেশিশু। স্বামীর নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছেন মিনহাজুল ইসলাম সাইফান। তার বয়স এখন ৯ মাস। ছোট্ট সাইফান এখনো বোঝে না, বাবা প্রাণ দিয়েছেন দেশের জন্য। বাবার কোলে মাথা রাখার সুযোগ হয়নি তার।
শহীদ মিনারুল ইসলামের (২৭) বাড়ি রাজশাহী নগরের গুড়িপাড়ার পুরাপাড়া এলাকায়। তাঁর বাবা মারা গেছেন অনেক আগে। বাড়িতে মা ডলি বেগম আর বড় দুই ভাই মো. সোহেল ও নাজমুল হক। মিনারুলের দুই ভাই সিএনজিচালিত অটোরিকশা চালান। আর মিনারুল পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই দুপুরে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। স্ত্রী নূরেসান যখন তিন মাসের অন্তঃসত্ত্বা, তখন থেকে জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে বাবা মো. সাইদুলের বাড়িতে থাকেন। ২০ জুলাই দুপুরেও স্বামীর সঙ্গে কথা বলেছিলেন। মিনারুল খেয়েছেন কি না জানতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘বাইরে তো খুব গ্যাঞ্জাম চলছে। আপনি বাইরে যাইয়েন না।’ কিন্তু মিনারুল গিয়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর জুলাই যোদ্ধারা মিনারুলকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে তাঁর মৃত্যু হয়।
পরদিন রাজশাহীর পুরাপাড়ার বাড়িতে মিনারুলের মরদেহ আনা হয়। তখন ছুটে আসেন সিটি করপোরেশনের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী। তিনি পরিবারকে ভয় দেখান যে ‘মিনারুল গুলিতে নিহত হয়েছে’ এ কথা বলা যাবে না। মিনারুলের মৃত্যু সড়ক দুর্ঘটনায়, এমন মৃত্যুসনদ লিখে তড়িঘড়ি লাশ দাফন করিয়ে দেন। আওয়ামী সরকারের পতনের পর ৩ সেপ্টেম্বর মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে গত ৯ মে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার দুপুরে ফরাদপুরে গিয়ে নূরেসান খাতুনের সঙ্গে কথা হয়। ফুটফুটে হাসিখুশি ছেলেকে কোলে নিয়ে নূরেসান বলেন, ‘বাবা থাকলে আমার ছেলেটার সুন্দর ভবিষ্যৎ হতো। ছেলেটাই আমার ভবিষ্যৎ। আমি মায়ের বাড়িতে থাকি। আমার বাবাও দিনমজুর। আমাদের তো সামর্থ্য নেই। ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, সেটাই চাওয়া। এ জন্য সরকারের সহযোগিতা চাই।’ একটু থেমে চোখের পানি মুছে নূরেসান বলেন, ‘বিচারও চাই আমার স্বামীকে এভাবে গুলি করে হত্যার। সেটা যত দ্রুত সম্ভব।’
নূরেসানের বাবা মো. সাইদুল বলেন, ‘আমি দিনমজুরি করে খাই। আমার নাতি অনেক সময় অসুস্থ থাকে। ভালোভাবে চিকিৎসা করাতে পারি না। সরকারের পক্ষ থেকে যে সহায়তা পাওয়া গেছে, সেটা দুই ভাগ হয়েছে। সাইফানের দাদি একটা অংশ পেয়েছে; বাকিটা আমরা সাইফানের জন্য রেখেছি। আমরা যাতে ছেলেটাকে মানুষ করতে পারি, সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করি।’
আট বছর অপেক্ষার পর বাবা হয়েছিলেন মিনারুল ইসলাম; কিন্তু সন্তানের মুখ দেখা হয়নি। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই যুবক। স্বামীর শোকে ভেঙে পড়া নূরেসান খাতুন শম্পা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামী হারানোর ২ মাস ৯ দিন পর নূরেসানের কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলেশিশু। স্বামীর নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছেন মিনহাজুল ইসলাম সাইফান। তার বয়স এখন ৯ মাস। ছোট্ট সাইফান এখনো বোঝে না, বাবা প্রাণ দিয়েছেন দেশের জন্য। বাবার কোলে মাথা রাখার সুযোগ হয়নি তার।
শহীদ মিনারুল ইসলামের (২৭) বাড়ি রাজশাহী নগরের গুড়িপাড়ার পুরাপাড়া এলাকায়। তাঁর বাবা মারা গেছেন অনেক আগে। বাড়িতে মা ডলি বেগম আর বড় দুই ভাই মো. সোহেল ও নাজমুল হক। মিনারুলের দুই ভাই সিএনজিচালিত অটোরিকশা চালান। আর মিনারুল পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই দুপুরে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। স্ত্রী নূরেসান যখন তিন মাসের অন্তঃসত্ত্বা, তখন থেকে জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে বাবা মো. সাইদুলের বাড়িতে থাকেন। ২০ জুলাই দুপুরেও স্বামীর সঙ্গে কথা বলেছিলেন। মিনারুল খেয়েছেন কি না জানতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘বাইরে তো খুব গ্যাঞ্জাম চলছে। আপনি বাইরে যাইয়েন না।’ কিন্তু মিনারুল গিয়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর জুলাই যোদ্ধারা মিনারুলকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে তাঁর মৃত্যু হয়।
পরদিন রাজশাহীর পুরাপাড়ার বাড়িতে মিনারুলের মরদেহ আনা হয়। তখন ছুটে আসেন সিটি করপোরেশনের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী। তিনি পরিবারকে ভয় দেখান যে ‘মিনারুল গুলিতে নিহত হয়েছে’ এ কথা বলা যাবে না। মিনারুলের মৃত্যু সড়ক দুর্ঘটনায়, এমন মৃত্যুসনদ লিখে তড়িঘড়ি লাশ দাফন করিয়ে দেন। আওয়ামী সরকারের পতনের পর ৩ সেপ্টেম্বর মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে গত ৯ মে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার দুপুরে ফরাদপুরে গিয়ে নূরেসান খাতুনের সঙ্গে কথা হয়। ফুটফুটে হাসিখুশি ছেলেকে কোলে নিয়ে নূরেসান বলেন, ‘বাবা থাকলে আমার ছেলেটার সুন্দর ভবিষ্যৎ হতো। ছেলেটাই আমার ভবিষ্যৎ। আমি মায়ের বাড়িতে থাকি। আমার বাবাও দিনমজুর। আমাদের তো সামর্থ্য নেই। ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, সেটাই চাওয়া। এ জন্য সরকারের সহযোগিতা চাই।’ একটু থেমে চোখের পানি মুছে নূরেসান বলেন, ‘বিচারও চাই আমার স্বামীকে এভাবে গুলি করে হত্যার। সেটা যত দ্রুত সম্ভব।’
নূরেসানের বাবা মো. সাইদুল বলেন, ‘আমি দিনমজুরি করে খাই। আমার নাতি অনেক সময় অসুস্থ থাকে। ভালোভাবে চিকিৎসা করাতে পারি না। সরকারের পক্ষ থেকে যে সহায়তা পাওয়া গেছে, সেটা দুই ভাগ হয়েছে। সাইফানের দাদি একটা অংশ পেয়েছে; বাকিটা আমরা সাইফানের জন্য রেখেছি। আমরা যাতে ছেলেটাকে মানুষ করতে পারি, সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করি।’
স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের ঢিলেঢালা অভিযান ও যোগসাজশের কারণেই এমন অবাধে মাছ শিকার সম্ভব হচ্ছে। যদিও মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ নিয়মিত অভিযান চালানোর দাবি করছে।
৭ মিনিট আগেলক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুর। শুধু সেপ্টেম্বরে সরকারি হিসাব অনুযায়ী, সদর হাসপাতালে কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়ে আট শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু। আক্রান্ত ব্যক্তিদের টিকা দিতে গিয়ে হিমশিত খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
৬ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিনা মূল্যের সেবা পেতেও টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খামারিরা বলছেন, হাসপাতালটিতে ঠিকমতো চিকিৎসা মেলে না। এদিকে ভেটেরিনারি সার্জন হাসপাতালে পশুর চিকিৎসা না দিয়ে বাড়ি গিয়ে দিতে চান। এর জন্য তাঁকে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে
৬ ঘণ্টা আগেতরুণ নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় এক ডজন প্রার্থী খুলনার ৬টি সংসদীয় আসনে মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু করেছেন। মনোনয়নপ্রত্যাশীদের বড় অংশ বয়সে তরুণ এবং নির্বাচনী মাঠে নতুন মুখ। তবে বয়সে তরুণ হলেও উদ্যম, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় উন্নয়নে ভূমিকা তাঁদের সম্ভাবনাময় প্রার্থীতে পরিণত করব
৬ ঘণ্টা আগে