আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে কোটায় চাকরি নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহায়ক শামীম হোসেন। গত বুধবার তাঁকে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বগুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়।
জানা গেছে, কাহালু উপজেলার নারহট্ট মাধব বাঁকা গ্রামের মৃত করমতুল্লাহর ছেলে শামীম হোসেন বগুড়া আদালতের মুহুরি ছিলেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেন্সি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে নিজের বাবা বানিয়ে ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে পিতা মৃত করমতুল্লাহ এর স্থানে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার নাম দিয়ে দেন। শুধু তা-ই নয় চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তাঁর পক্ষে নেন। এরপর সোনা মিয়ার ছেলে সেজে ২০১০ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের চাকরি পান তিনি। তবে শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
কাহালু উপজেলার মাধব বাঁকা গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘শামীম ছোটবেলা থেকে বাটপার প্রকৃতির ছেলে। তাকে শুধু সাময়িক বরখাস্ত করলে হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। যাতে করে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’
সাময়িক বরখাস্ত হওয়া শামীম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরখাস্ত হওয়ার পর থেকে শামীম হোসেনকে কাহালু ও দুপচাঁচিয়ার কোথাও দেখা যায়নি।
দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার তথ্য জানার পর শামীম হোসেনের সকল কাগজপত্র পুনরায় যাচাই করা হয়। পরে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, ‘অফিস সহায়ক শামীম হোসেনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে কোটায় চাকরি নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহায়ক শামীম হোসেন। গত বুধবার তাঁকে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বগুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়।
জানা গেছে, কাহালু উপজেলার নারহট্ট মাধব বাঁকা গ্রামের মৃত করমতুল্লাহর ছেলে শামীম হোসেন বগুড়া আদালতের মুহুরি ছিলেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেন্সি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে নিজের বাবা বানিয়ে ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে পিতা মৃত করমতুল্লাহ এর স্থানে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার নাম দিয়ে দেন। শুধু তা-ই নয় চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তাঁর পক্ষে নেন। এরপর সোনা মিয়ার ছেলে সেজে ২০১০ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের চাকরি পান তিনি। তবে শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
কাহালু উপজেলার মাধব বাঁকা গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘শামীম ছোটবেলা থেকে বাটপার প্রকৃতির ছেলে। তাকে শুধু সাময়িক বরখাস্ত করলে হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। যাতে করে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’
সাময়িক বরখাস্ত হওয়া শামীম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরখাস্ত হওয়ার পর থেকে শামীম হোসেনকে কাহালু ও দুপচাঁচিয়ার কোথাও দেখা যায়নি।
দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার তথ্য জানার পর শামীম হোসেনের সকল কাগজপত্র পুনরায় যাচাই করা হয়। পরে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, ‘অফিস সহায়ক শামীম হোসেনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে