Ajker Patrika

গোয়াল ঘরে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গোয়াল ঘরে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গোয়াল ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মো. পলাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা। 

আজ শনিবার দুপুর তিনটার দিকে অস্ত্র ও গুলিসহ পলাশকে আটক করা হয়। পরে থানায় হস্তান্তরের পর মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। সন্ধ্যায় র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

মো. পলাশ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া গ্রামের দৌলতবাড়ি গ্রামের বাসিন্দা। 

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম বলেন, সীমান্তবর্তী এলাকায় পলাশের বাড়ি হওয়ায় বিভিন্ন সময়ে মাদক ও অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ নিয়ে এলাকার ভুক্তভোগী লোকজন তাঁর বিরুদ্ধে র‍্যাবের কাছে অভিযোগ দিলে র‍্যাব ছায়া তদন্ত চালায়। 

এরই একপর্যায়ে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশের নিজস্ব গোয়াল ঘরের মেঝের মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাঁকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় পলাশকে গ্রেপ্তার দেখিয়ে কাল রোববার সকালে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত