Ajker Patrika

বেলকুচিতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৫: ৪৯
বেলকুচিতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে (বেলকুচি-সিরাজগঞ্জ) আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, সমাজসেবক জিলানী, নিহতের স্ত্রী মরজিনা, মেয়ে লাইলি খাতুন প্রমুখ। 

মানববন্ধনে নিহতের মেয়ে লাইলি খাতুন বলেন, ‘আমার বাবা একজন সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর কোনো দোষ ছিল না। বিনা কারণে আমার সহজ-সরল বাবাকে ইউপি সদস্য মালেকের নেতৃত্বে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না, শুধু আমার বাবাকে যারা বিনা অজুহাতে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।’ 

নিহতের স্ত্রী মর্জিনা বলেন, ‘যারা আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল (শুক্রবার) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামে জুমার নামাজ শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ইউপি সদস্য মালেক ও তার চাচাতো ভাই মুছা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে বাবলু ব্যাপারী মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর ইউপি সদস্য মালেককে প্রধান আসামি করে ২২ জনসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বেলকুচি থানায় মামলা করেন। মামলার পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত