সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ বেলকুচিতে মরিয়ম খাতুন নামের (১৭) এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ১ ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কুয়েত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুনের মৃত্যুর পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন নিখোঁজ রয়েছেন।
নিহত মরিয়ম বেলকুচি উপজেলার তামাই পশ্চিম পাড়া গ্রামের সামসুল মোল্লার মেয়ে।
গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার পর ঘরে ধরনার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনের সঙ্গে প্রায় ৬ মাস আগে উপজেলার তামাই কুয়েত পাড়া গ্রামের বুদ্দুর ছেলে আব্দুর রহমানের সঙ্গে পরিবারের অমতে বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়মের স্বামী পাবনায় তাঁতের কাজ করতেন। অমতে বিয়ে হওয়ার কারণে দু পরিবারের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।
মরিয়মের জা তানিয়া জানান, ‘আজ সকাল ৬টায় ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে মরিয়মের ঘরে ভেতর তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমি চিৎকার দিলে মামা শ্বশুর এসে ধরনার সঙ্গে শাড়ি দিয়ে প্যাঁচানো অবস্থায় মরিয়মের মরদেহ নামিয়ে মাটিতে রাখেন।’
নাম প্রকাশ না করার শর্তে অনেক এলাকাবাসী জানান, মেঝেতে রক্ত ছিল। মরিয়মের মৃত্যুর পর থেকেই তার শ্বশুর বাড়ির লোকজন উধাও হয়েছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃত্যুর কারণ জানার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরিয়মের শ্বশুর বাড়ির পরিবার ও মামা শ্বশুর হাজী ইসমাইলের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ বেলকুচিতে মরিয়ম খাতুন নামের (১৭) এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ১ ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কুয়েত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুনের মৃত্যুর পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন নিখোঁজ রয়েছেন।
নিহত মরিয়ম বেলকুচি উপজেলার তামাই পশ্চিম পাড়া গ্রামের সামসুল মোল্লার মেয়ে।
গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার পর ঘরে ধরনার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনের সঙ্গে প্রায় ৬ মাস আগে উপজেলার তামাই কুয়েত পাড়া গ্রামের বুদ্দুর ছেলে আব্দুর রহমানের সঙ্গে পরিবারের অমতে বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়মের স্বামী পাবনায় তাঁতের কাজ করতেন। অমতে বিয়ে হওয়ার কারণে দু পরিবারের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।
মরিয়মের জা তানিয়া জানান, ‘আজ সকাল ৬টায় ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে মরিয়মের ঘরে ভেতর তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমি চিৎকার দিলে মামা শ্বশুর এসে ধরনার সঙ্গে শাড়ি দিয়ে প্যাঁচানো অবস্থায় মরিয়মের মরদেহ নামিয়ে মাটিতে রাখেন।’
নাম প্রকাশ না করার শর্তে অনেক এলাকাবাসী জানান, মেঝেতে রক্ত ছিল। মরিয়মের মৃত্যুর পর থেকেই তার শ্বশুর বাড়ির লোকজন উধাও হয়েছে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃত্যুর কারণ জানার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরিয়মের শ্বশুর বাড়ির পরিবার ও মামা শ্বশুর হাজী ইসমাইলের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে