Ajker Patrika

জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন: রুহুল কবির রিজভী

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৮
জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের কাঁধে চেপে বসেছিল মহিলা ফেরাউন শেখ হাসিনা। তাকে সরানোর জন্য কচি শিশুরা কাঁধে স্কুলব্যাগ নিয়ে আন্দোলনে নেমেছিল। পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’

আজ সোমবার দুপুরে বগুড়া সদরের চক আকাশতারা এলাকায় স্থানীয়ভাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে ‘আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনে শিশু ও ছাত্রদের মা পানির বোতল হাতে নিয়ে তাঁর কোমলমতি শিশুকে সহযোগিতা করেছিলেন। তাঁরা যে অসীম সাহসিকতা দেখিয়েছেন, সেটি শুধু ছিল বীরত্বের ইতিহাস। এ দেশ কখনো জালিমকে ক্ষমতায় রাখে না। সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন। শেখ হাসিনা ছিলেন একজন ভণ্ড প্রধানমন্ত্রী।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করেন না। শেখ হাসিনা বলেছেন, তিনি দেশের কাছেই আছেন। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছে, জল্লাদ কাছে আসছে, ফাঁসির দড়ি নিয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত