Ajker Patrika

বারোমাসি কারিশমা জাতের তরমুজ চাষে সফলতা পেলেন আরমান

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৩: ২৩
বারোমাসি কারিশমা জাতের তরমুজ চাষে সফলতা পেলেন আরমান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বারো মাস চাষযোগ্য কারিশমা জাতের তরমুজ চাষে ব্যাপক সফলতা পেয়েছেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কৃষক আরমান হোসেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, একসময় ব্যাপক তরমুজ চাষ করতেন এই উপজেলার কৃষকেরা। সেই তরমুজের চাষ এখন আর হয় না বললেই চলে। তরমুজের ক্ষেত্রে পুরোপুরি বাইরের জেলা থেকে আমদানিনির্ভর এই উপজেলা। এ আর মালিক সিডস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান জাপানের সাকাতা থেকে কারিশমা জাতের তরমুজের বীজ এখানে নিয়ে আসে। আর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রদর্শনী প্রকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে একজন কৃষক এই হাইব্রিড জাতের কারিশমা তরমুজ চাষ করেন। পরীক্ষামূলক চাষেই ব্যাপক সফলতা পেয়েছেন কোলা ইউপির ভোলার পালশা গ্রামের কৃষক আরমান হোসেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, ঘন ও মাচা পদ্ধতিতে এক বিঘা জমিতে কারিশমা জাতের বারোমাসি তরমুজের চারা রোপণ করা যাবে ১ হাজার থেকে ১ হাজার ২০০টি। রোপণের ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই এই তরমুজ বিক্রয়ের উপযোগী হয়। এক থেকে দেড় ফুট দূরত্বে রোপণকৃত প্রতি গাছে ফল হয় তিন থেকে চারটি। প্রতিটি তরমুজের ওজন আড়াই থেকে তিন কেজি।

কৃষক আরমান হোসেন বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় আমি এই তরমুজের চাষ করছি। জুন মাসের শুরুতে ২৫ শতক জমিতে কারিশমা জাতের ৪০০ চারা রোপণ করেছি। গাছগুলো বেশ ভালোভাবেই বেড়ে উঠেছে। চারা রোপণের দুই মাস পর থেকেই আমি ফল বিক্রি শুরু করেছি।’ 

আরমান হোসেন আরও বলেন, ‘২৫ শতক জমিতে মোট খরচ হয়েছে ২৫ হাজার টাকা। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে তরমুজ বিক্রি শুরু করেছি। ৪০ টাকা কেজি দরে ৩০০ কেজি তরমুজ বিক্রি করেছি। সবকিছু ঠিক থাকলে আমার যে পরিমাণ গাছ আছে, তা থেকে আড়াই হাজার থেকে তিন হাজার কেজি ফলন হবে, যার আনুমানিক দাম হবে ১ লাখ টাকারও বেশি।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, ‘তরমুজ অনেক পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম আছে; যা শরীরের জন্য খুবই উপকারী। কারিশমা জাতের হাইব্রিড এই তরমুজ চাষে অল্প সময়ে ও অল্প খরচে অধিক লাভবান হওয়া যায়। প্রদর্শনী প্রকল্প হিসেবে চাষাবাদ করে আমরা ব্যাপক সফলতা পেয়েছি। এই জাতের তরমুজ বারো মাস চাষ করা যায়। কারিশমা জাতের তরমুজের বাজারমূল্যও বেশি। এই উপজেলার কৃষকদের কারিশমা জাতের তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত