চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুরে মহানন্দা নদীর বিস্তীর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নতুন করে ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে এই মানববন্ধন করা হয়।
এ সময় রাজারামপুরের মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় ইজারার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরও অবৈধভাবে নদী ড্রেজিং ও ফসলি জমির মাটি কাটা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন পৌর কাউন্সিলর নুরুল ইসলাম মিজহাজ, তৌহিদুল ইসলাম, আইনজীবী খায়রুল ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, শিক্ষক মারুফুল হক, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার গোলাম জাকারিয়া, হেলাল উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর রাজারামপুর ও নামো রাজারামপুর এলাকার পাশ দিয়ে প্রবহমান মহানন্দা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া নদীসংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমির মাটি কাটছে দুর্বৃত্তরা। এ নিয়ে বহু আন্দোলন, গণমাধ্যমে সংবাদ প্রচার, প্রশাসনকে বিষয়গুলো বারবার অবহিত করা হলেও কেউ কর্ণপাত করছে না। ফলে এসব এলাকা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
বক্তারা আরও বলেন, এসব বালু ও মাটি বহনকারী যানবাহনের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। আসন্ন বাংলা নববর্ষে নতুন করে ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে আহ্বান জানান তাঁরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। শেষে জেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদানের পর বিক্ষোভ মিছিলটি শহর ঘুরে শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুরে মহানন্দা নদীর বিস্তীর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নতুন করে ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে এই মানববন্ধন করা হয়।
এ সময় রাজারামপুরের মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাট এলাকায় ইজারার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরও অবৈধভাবে নদী ড্রেজিং ও ফসলি জমির মাটি কাটা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন পৌর কাউন্সিলর নুরুল ইসলাম মিজহাজ, তৌহিদুল ইসলাম, আইনজীবী খায়রুল ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, শিক্ষক মারুফুল হক, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার গোলাম জাকারিয়া, হেলাল উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর রাজারামপুর ও নামো রাজারামপুর এলাকার পাশ দিয়ে প্রবহমান মহানন্দা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া নদীসংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমির মাটি কাটছে দুর্বৃত্তরা। এ নিয়ে বহু আন্দোলন, গণমাধ্যমে সংবাদ প্রচার, প্রশাসনকে বিষয়গুলো বারবার অবহিত করা হলেও কেউ কর্ণপাত করছে না। ফলে এসব এলাকা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
বক্তারা আরও বলেন, এসব বালু ও মাটি বহনকারী যানবাহনের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। আসন্ন বাংলা নববর্ষে নতুন করে ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে আহ্বান জানান তাঁরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। শেষে জেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদানের পর বিক্ষোভ মিছিলটি শহর ঘুরে শেষ হয়।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে