বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।
সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।
সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধায় আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাঁরা সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দেন। আলতাফুন নেছা খেলার মাঠ পার হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার সম্মুখীন হন তাঁরা। পরে সেখানে বসে পড়ে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তাঁরা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা জেলখানা মোড়ে যান এবং সেখানকার সড়কে বসে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি শেষ করেন।
সমাবেশে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।
সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
১১ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
১৫ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
২২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিচা ইউনিয়নের ভূরকা, হাটখোলা ও কোলদিয়া এলাকায় চার কিলোমিটারজুড়ে এই ভাঙন চলছে। ভাঙন রোধে হাটখোলা থেকে ভূরকা পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
২৫ মিনিট আগে