Ajker Patrika

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে বিশেষ অভিযানে আটক ৫৪

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২৫, ১২: ২০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিপ্লবের একজন নেতার ওপর হামলার ঘটনার পর থেকে মহানগর পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করে। গেল (রোববার) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। এ সংক্রান্ত আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ ঘটনায় অন্যদের আটকে বিশেষ অভিযান চলমান রয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অরাজক অবস্থা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন হাসনাতের ওপর হামলা করেছে। এ ঘটনায় আটকদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী। তাঁদের অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকালে হামলাসহ অন্য অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান আজকের পত্রিকাকে জানান, গতকাল সন্ধ্যায় মহানগরীর সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় কয়েকটি মোটরসাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা করে দ্রুত পালিয়ে যায়। হামলায় তাঁর গাড়ির একটি কাচ ভেঙে যায় এবং এতে তিনি হাতে আঘাত পান।

তাহেরুল হক বলেন, এ ঘটনার পর হাসনাত গাড়িতে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীরা তাঁর নিরাপত্তায় এগিয়ে এলে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তাঁর সঙ্গে কথা বলেন। শেষে পুলিশের একটি গাড়ি দিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত