ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রেণি কক্ষের দাবিতে বিক্ষোভ করেছে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাঁরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চারতলায় এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও বিভাগটি মাত্র একটি শ্রেণি কক্ষ বরাদ্দ পায়। শ্রেণি কক্ষের সংকটে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিতে পারছেন না তাঁরা। তবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ বলছে, ক্লাস-পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আন্তরিকতার অভাব না থাকলেও সংকটের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জন্য প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে নিন্দা জানানো হয়েছে এবং বিভাগের এর জন্য জবাব চাওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগে পাঁচটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থী রয়েছেন চার শর বেশি। বিপুলসংখ্যক এই শিক্ষার্থীর জন্য শ্রেণি কক্ষ বরাদ্দ রয়েছে মাত্র একটি। এর মধ্যে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চারতলার সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে। সাধারণত দুটি বিভাগের জন্য একটি ফ্লোর বরাদ্দ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগকে চারতলার একটি অংশ দেওয়া হয়েছে। কিন্তু আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগকে এখনো কোনো শ্রেণিকক্ষ বরাদ্দ দেয়নি প্রশাসন।
তাই বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
আন্দোলনরত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদয়োন ইমরান বলেন, ‘বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে পাঁচ বছর আগে। দীর্ঘ দিন ধরে একটি শ্রেণি কক্ষ দিয়েই চলছে পুরো বিভাগের সব শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা। পর্যাপ্ত
শ্রেণি কক্ষ না থাকার কারণে আমরা ঠিকমতো ক্লাস-পরীক্ষা দিতে পারছি না। আমাদের দাবি পর্যাপ্ত শ্রেণি কক্ষের পাশাপাশি আমাদের বিভাগকে চারতলায় সম্পূর্ণ স্থানান্তর করা হোক।’
এ নিয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শাহিদা আখতার আশা বলেন, ‘আমরা সংকটেও শ্রেণি কক্ষ ধার করে ক্লাস-পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু শ্রেণি কক্ষ সংকটের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দরভাবে বিষয়টির সমাধান দেবে।’
এ নিয়ে জানতে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রেণি কক্ষের দাবিতে বিক্ষোভ করেছে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাঁরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চারতলায় এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও বিভাগটি মাত্র একটি শ্রেণি কক্ষ বরাদ্দ পায়। শ্রেণি কক্ষের সংকটে নিয়মিত ক্লাস ও পরীক্ষা দিতে পারছেন না তাঁরা। তবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ বলছে, ক্লাস-পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আন্তরিকতার অভাব না থাকলেও সংকটের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জন্য প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে নিন্দা জানানো হয়েছে এবং বিভাগের এর জন্য জবাব চাওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগে পাঁচটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থী রয়েছেন চার শর বেশি। বিপুলসংখ্যক এই শিক্ষার্থীর জন্য শ্রেণি কক্ষ বরাদ্দ রয়েছে মাত্র একটি। এর মধ্যে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চারতলার সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে। সাধারণত দুটি বিভাগের জন্য একটি ফ্লোর বরাদ্দ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগকে চারতলার একটি অংশ দেওয়া হয়েছে। কিন্তু আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগকে এখনো কোনো শ্রেণিকক্ষ বরাদ্দ দেয়নি প্রশাসন।
তাই বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
আন্দোলনরত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদয়োন ইমরান বলেন, ‘বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে পাঁচ বছর আগে। দীর্ঘ দিন ধরে একটি শ্রেণি কক্ষ দিয়েই চলছে পুরো বিভাগের সব শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা। পর্যাপ্ত
শ্রেণি কক্ষ না থাকার কারণে আমরা ঠিকমতো ক্লাস-পরীক্ষা দিতে পারছি না। আমাদের দাবি পর্যাপ্ত শ্রেণি কক্ষের পাশাপাশি আমাদের বিভাগকে চারতলায় সম্পূর্ণ স্থানান্তর করা হোক।’
এ নিয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শাহিদা আখতার আশা বলেন, ‘আমরা সংকটেও শ্রেণি কক্ষ ধার করে ক্লাস-পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু শ্রেণি কক্ষ সংকটের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দরভাবে বিষয়টির সমাধান দেবে।’
এ নিয়ে জানতে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
১৩ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে