Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার মূর্তি গেল জাতীয় জাদুঘরে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২৩
চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার মূর্তি গেল জাতীয় জাদুঘরে

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া দুটি পাথরের মূর্তি ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মূর্তি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা ও নেজারত কালেক্টর মো. তৌফিক আজিজ। 

জেলা প্রশাসক জানান, গত ২৩ জানুয়ারি জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. শুকুরুদ্দীনের জমিতে নালা খনন করছিলেন শ্রমিকেরা। এ সময় দুটি পাথরের মূর্তি দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মূর্তি দুটি উদ্ধার করে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেন।

এদিকে জেলা প্রশাসন উদ্ধার হওয়া মূর্তি দুটি হস্তান্তরের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মূর্তি দুটি হস্তান্তর করেন জাতীয় জাদুঘরের উপ-কিপার দিবাকর শিকদারের কাছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সহ-কিপার তাহমিদুন নবী ও সহ-কিপার গোলাম কাউসার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত