Ajker Patrika

পাবনায় ব্যবসায়ী যুবকের হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৩: ৪১
পাবনায় ব্যবসায়ী যুবকের হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

পাবনায় তাঁত ব্যবসায়ী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ব্যবসায়িক কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা গ্রামে রাস্তার পাশে তাঁর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 
 
নিহতের নাম ইলিয়াস হোসেন (২৮)। তিনি পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গতকাল রোববার দুপুরে ব্যবসায়িক কাজের কথা বলে পাবনা শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইলিয়াস। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবার বিভিন্ন আত্মীয়স্বজন ও পাড়া-মহল্লায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এরপর সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ের রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের বাবা আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে আমার ছেলে আর বাড়িতে ফেরেনি। এরপর সকালে দুই হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পাওয়া যায়। আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ থাকার কথা নয়। তারপরও অন্য কোনো কারণে আমার ছেলেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’ 

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকাকে বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবককে দুই-হাত পা বিচ্ছিন্ন করে, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘৯ জুলাই নিহতের ভাতিজা সোহাগের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির একটি ঝামেলা হয়। সেই থেকে এই ঘটনা কি না, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি। নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত