Ajker Patrika

উল্লাপাড়ায় সাবেক এমপির নামে মামলা, গ্রেপ্তার ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২: ০৩
উল্লাপাড়ায় সাবেক এমপির নামে মামলা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীসহ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, শাহাদত হোসেন এবং অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে থানায় ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সেই মামলায় মো. শাহাদত হোসেন (৪৫) এবং আব্দুর রাজ্জাক সন্টুকে (৫৮) গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। 

জানা যায়, দীর্ঘদিন পর গত শনিবার বিএনপি নেতা এম আকবর আলী ও তাঁর সহযোগীরা মিলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজে প্রবেশ করেন। ওই কলেজটি এম আকবর আলীর প্রতিষ্ঠিত। এ সময় আধিপত্য বিস্তার নিয়ে আকবর আলী ও তাঁর সহযোগীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অভিভাবক সদস্য মো. জাহিদুজ্জামান কাকন রোববার উল্লাপাড়া মডেল থানায় তাঁদের নামে ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলা করেন। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নামে থানায় ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত