শরিফুল ইসলাম, গুরুদাসপুর (নাটোর)
আকবর আলী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের পর সব কিছুই ঠিকই চলছিল তাঁর। সমস্যাটা বাঁধল ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড যেন তাঁর জীবন তছনছ করে দিল। হত্যাকাণ্ডের খবর শুনে কষ্টে ছেড়ে দিলেন সংসার। শুরু করলেন ভবঘুরে জীবন।
৭৫ এ ঘর ছাড়া আকবর আলী ঘরে ফিরলেন ঠিক ৪০ বছর পর। যখন ফিরলেন তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্ত্রী আঙ্গুরী খাতুন। লিভারসিরোসিস রোগে দেড় বছর ভুগে ২০১৫ সালে চিকিৎসার অভাবে মারা যান তিনি।
নিঃস্ব আকবর আলী এখন প্রায় পক্ষ ঘাতহীন। তাঁর শরীর আর আগের মত কাজ করে না। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না তিনি।
নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে তাঁর বাড়ি। তবে থাকেন ভাইয়ের বাড়িতে। কারণ নিজের দুইটি টিনের চালা ঘর থাকলেও দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে বাস করার উপায় নেই। চার মেয়ে এক ছেলে তাঁর। মেয়েদের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে উজ্জল হোসেন বেকার। বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকায় জীবন চলছে তাঁর।
উজ্জল হোসেন জানান, ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স করেছেন (২০১৮) তিনি। পুলিশের উপপরিদর্শক (এসআই) ও প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা দিয়েও চাকরি মেলেনি। অংশ গ্রহণ করেছিলেন ৩৮ ও ৪১তম বিসিএস (অ্যাডমিন, বোথ ও জেনারেল) পরীক্ষায়। সেটারও ফলাফল আসেনি। এখন পঙ্গু বাবার সেবায় দিন কাটছে।
বাবার চার বিঘা জমি ছিল। বাবার ভবঘুরে জীবন-যাপনের কারণে ভাই বোনদের বড় করে বিবাহ আর আমার পড়ালেখার খরচ জোগাতে গিয়ে সেই জমি বিক্রি করেছিলেন মা। সংসারের বোঝা বইতে গিয়ে অনাহার অপুষ্টিতে ভুগে মা মারা গেছেন চিকিৎসা অভাবে। এখন বাবার অবস্থাও অনেক খারাপ। চিকিৎসা করাতে পারছি না। এখন একটি চাকরি খুবই দরকার বলে জানালেন উজ্জল হোসেন।
তাঁর বাবার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আরও জানান, মায়ের মৃত্যুর পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাঁর গলা ও মাজার রগ চিকন হয়ে গেছে। চলাফেরা করতে পারেন না, অন্যের সহযোগীতায় খাওয়া ও টয়লেটে নিতে হয়। তাঁর চিকিৎসার জন্য মাসে ব্যয় হয় প্রায় পাঁচ হাজার টাকা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন সম্প্রতি তাঁদের বাসায় গিয়ে বাবার খোঁজ খবর নিয়েছিলেন বলে জানান উজ্জ্বল। তিনি বাবার চিকিৎসা ব্যয়সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বঙ্গবন্ধুর মৃত্যুর পর ভবঘুরে জীবন যাপন প্রসঙ্গে আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তিনি। অথচ সেই মানুষটিকে পরিবারসহ হত্যার শিকার হতে হয়েছিল। স্বাধীন দেশের সুফলভোগ করতে পারেননি তিনি। এ শোক সইতে না পেরে ঘর ছেড়েছিলেন।
গুরুদাসপুর মুক্তিযোদ্ধা কমান্ডার ফারুক হোসেন জানান, ৭ নম্বর সেক্টরে মুজিব বাহিনীর কমান্ডার নুরুজ্জামানের অধীনে পলাশডাঙ্গা ও মানকের চর (ইন্ডিয়ায়) প্রশিক্ষণ নিয়েছেন আকবর আলী। পরে বগুড়া, রংপুর,কুড়িগ্রাম ও সর্বশেষ তাড়াশের নওগাঁতে ম.ম আমজাদ হোসেনের অধীনে যুদ্ধ করেন তিনি। তাঁর গেজেট নং-১২৩৩,লাল বার্তা ০৩০৪০৫০০৬৪। রাজশাহী কলেজে অনার্স পড়ার সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একজন ডাক্তার নিয়ে আকবর আলীর বাড়ি গিয়েছিলেন, তাঁকে সরকারি ‘বীর মুক্তিযোদ্ধা নিবাসে’ বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আকবর আলী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের পর সব কিছুই ঠিকই চলছিল তাঁর। সমস্যাটা বাঁধল ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড যেন তাঁর জীবন তছনছ করে দিল। হত্যাকাণ্ডের খবর শুনে কষ্টে ছেড়ে দিলেন সংসার। শুরু করলেন ভবঘুরে জীবন।
৭৫ এ ঘর ছাড়া আকবর আলী ঘরে ফিরলেন ঠিক ৪০ বছর পর। যখন ফিরলেন তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্ত্রী আঙ্গুরী খাতুন। লিভারসিরোসিস রোগে দেড় বছর ভুগে ২০১৫ সালে চিকিৎসার অভাবে মারা যান তিনি।
নিঃস্ব আকবর আলী এখন প্রায় পক্ষ ঘাতহীন। তাঁর শরীর আর আগের মত কাজ করে না। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না তিনি।
নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে তাঁর বাড়ি। তবে থাকেন ভাইয়ের বাড়িতে। কারণ নিজের দুইটি টিনের চালা ঘর থাকলেও দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে বাস করার উপায় নেই। চার মেয়ে এক ছেলে তাঁর। মেয়েদের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে উজ্জল হোসেন বেকার। বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকায় জীবন চলছে তাঁর।
উজ্জল হোসেন জানান, ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স করেছেন (২০১৮) তিনি। পুলিশের উপপরিদর্শক (এসআই) ও প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা দিয়েও চাকরি মেলেনি। অংশ গ্রহণ করেছিলেন ৩৮ ও ৪১তম বিসিএস (অ্যাডমিন, বোথ ও জেনারেল) পরীক্ষায়। সেটারও ফলাফল আসেনি। এখন পঙ্গু বাবার সেবায় দিন কাটছে।
বাবার চার বিঘা জমি ছিল। বাবার ভবঘুরে জীবন-যাপনের কারণে ভাই বোনদের বড় করে বিবাহ আর আমার পড়ালেখার খরচ জোগাতে গিয়ে সেই জমি বিক্রি করেছিলেন মা। সংসারের বোঝা বইতে গিয়ে অনাহার অপুষ্টিতে ভুগে মা মারা গেছেন চিকিৎসা অভাবে। এখন বাবার অবস্থাও অনেক খারাপ। চিকিৎসা করাতে পারছি না। এখন একটি চাকরি খুবই দরকার বলে জানালেন উজ্জল হোসেন।
তাঁর বাবার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আরও জানান, মায়ের মৃত্যুর পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাঁর গলা ও মাজার রগ চিকন হয়ে গেছে। চলাফেরা করতে পারেন না, অন্যের সহযোগীতায় খাওয়া ও টয়লেটে নিতে হয়। তাঁর চিকিৎসার জন্য মাসে ব্যয় হয় প্রায় পাঁচ হাজার টাকা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন সম্প্রতি তাঁদের বাসায় গিয়ে বাবার খোঁজ খবর নিয়েছিলেন বলে জানান উজ্জ্বল। তিনি বাবার চিকিৎসা ব্যয়সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বঙ্গবন্ধুর মৃত্যুর পর ভবঘুরে জীবন যাপন প্রসঙ্গে আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন তিনি। অথচ সেই মানুষটিকে পরিবারসহ হত্যার শিকার হতে হয়েছিল। স্বাধীন দেশের সুফলভোগ করতে পারেননি তিনি। এ শোক সইতে না পেরে ঘর ছেড়েছিলেন।
গুরুদাসপুর মুক্তিযোদ্ধা কমান্ডার ফারুক হোসেন জানান, ৭ নম্বর সেক্টরে মুজিব বাহিনীর কমান্ডার নুরুজ্জামানের অধীনে পলাশডাঙ্গা ও মানকের চর (ইন্ডিয়ায়) প্রশিক্ষণ নিয়েছেন আকবর আলী। পরে বগুড়া, রংপুর,কুড়িগ্রাম ও সর্বশেষ তাড়াশের নওগাঁতে ম.ম আমজাদ হোসেনের অধীনে যুদ্ধ করেন তিনি। তাঁর গেজেট নং-১২৩৩,লাল বার্তা ০৩০৪০৫০০৬৪। রাজশাহী কলেজে অনার্স পড়ার সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একজন ডাক্তার নিয়ে আকবর আলীর বাড়ি গিয়েছিলেন, তাঁকে সরকারি ‘বীর মুক্তিযোদ্ধা নিবাসে’ বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে