Ajker Patrika

সালিসে যুবককে পেটালেন কাউন্সিলর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭: ৩১
সালিসে যুবককে পেটালেন কাউন্সিলর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সালিসে নিয়াম আলী (৩৩) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে আহত যুবক বাদী হয়ে কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি শিবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 

আহত যুবক পৌর এলাকার দৌলতপুর হাজীপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

মামলায় উল্লেখ করা হয়, গতকাল সন্ধ্যায় নিয়াম আলীর পারিবারিক কলহে দৌলতপুর হাজীপাড়া মহল্লায় সালিস বসে। এ সময় পরিবারের জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে অশ্লীল ভাষা গালি দেন কাউন্সিলর সাদেকুল, জাহাঙ্গীর, বাহারুল, সাহারুলসহ ছয়-সাত ব্যক্তি। একপর্যায়ে সাদেকুল ইসলাম লাঠি দিয়ে নিয়ামকে পিটিয়ে আহত করেন। এ সময় নিয়ামের বোন মোস্তারী, মমতাজ ও স্ত্রী আদরী বেগমকেও বেধড়ক মারধর করেন তাঁরা। পরে স্থানীয়রা নিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে জানতে প্রতিপক্ষ জাহাঙ্গীর ও বাহারুলের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের মন্তব্য মেলেনি। 

অভিযোগের বিষয়ে কাউন্সিলর সাদেকুল ইসলাম সাদেক বলেন, ‘নিয়াম গালি দেওয়ায় তাঁকে দুটি থাপ্পড় দিয়েছি। পরে জমিসংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের গন্ডগোলে তিনি আহত হন।’ 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত