Ajker Patrika

আওয়ামী লীগকে ব্যঙ্গ করে পোস্ট দেওয়া শিবির নেতার ১০ বছর জেল

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২৩: ২৬
আওয়ামী লীগকে ব্যঙ্গ করে পোস্ট দেওয়া শিবির নেতার ১০ বছর জেল

আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে কৌতুক পোস্ট করায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একইসঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে। আজ সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত শিবির নেতার নাম আবদুল মুকিত ওরফে রাজু (২৬)। রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম রিয়াজুল ইসলাম। মুকিত হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানিয়েছেন মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল।

সাইদুর রহমান হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সাইদুর জানান, ২০১৭ সালের ২৭ মে মুকিত তাঁর ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি কৌতুক পোস্ট করেন। এ কারণে পরদিন তিনি পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। মামলার রায়ে তিনি খুশি। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। এরপর এ রায় ঘোষণা করলেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত