Ajker Patrika

শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম রমজান আলী (৫৫)। রোববার (২৩ জুন) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মোকামতলা জয়পুর রাস্তার অদূরে আদর্শ কেজি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের রুস্তম আলী সরকারের ছেলে।

নিহতের ছেলে রাকিব বাবু (১৭) জানায়, ‘আমার বাবা ভোজ্য তেলের ব্যবসা করতেন। নিজের অটো ভ্যানে করে তেল বিক্রি করতে ডাকুমারা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে জয়পুরহাট রাস্তার আদর্শ কেজির সামনে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী বলেন, ‘ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক যানবাহনটি আমরা শনাক্ত করতে পারিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত