Ajker Patrika

পাবনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনা প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৪, ১৬: ৩৭
পাবনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনায় রেললাইন পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা ছকিনা খাতুন রেললাইন দিয়ে হাঁটছিলেন। খালিশপুর থেকে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যেই এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে মানুষ মারা যাচ্ছে। দু-এক জায়গা ছাড়া কোথাও কোনো গেটম্যান নেই। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি এলাকাবাসীর। 

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী রেললাইন ক্রস করেছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে। ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়া যায়নি। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত