Ajker Patrika

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি  
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে গণভোটের মাধ্যমে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

এর আগে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার জোহা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি না করে রাজনীতির নামে গণহত্যা করেছে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ শুধু যে গণহত্যা চালিয়েছে তা নয়, তারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। আমরা আমাদের ভাগ্যকে আর কারও হাতে তুলে নিজেদের বর্গা দিতে চাই না। অবিলম্বে আওয়ামী লীগকে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে।’

বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ‘ইতিহাস আমাদের একটা সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দিল্লির স্বার্থ বাস্তবায়ন করে গিয়েছে। যখনই কেউ প্রতিবাদ করতে গিয়েছে, তাকে আয়নাঘরে নেওয়া হয়েছে অথবা গুম করা হয়েছে। আমার ভাইদের তুলে নিয়ে জঙ্গি তকমা দিয়েছে। এর পরে জুলাইয়ে অধিকার নিয়ে কথা বলতে গেলে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ শুধু গণহত্যা করেনি, এমন কোনো অপরাধ নেই যা তারা উৎসাহ নিয়ে করেনি। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা বলেন, আওয়ামী লীগ কোনো রাজনীতি করেনি, রাজনীতির নামে রাজনীতিকে নস্যাৎ করার চেষ্টা করেছে। একাত্তরে শেখ মুজিব মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে ক্ষমতায় বসে গণতন্ত্রের নামে বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করেছে। এর পরে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনব্যবস্থা নষ্ট করে দিয়েছে। একটা রাজনৈতিক দল হিসেবে যে আচরণ থাকা উচিত, তাদের মধ্যে ১৫ বছরেও তা দেখা যায়নি। এত বড় সুযোগ পেয়েও যে আওয়ামী লীগ রাজনীতির নামে গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, ‘যদি ন্যায়বিচার বলে কিছু থাকে, নিষিদ্ধ করতে হবে। ইন্টেরিম আপনাদের নিরাপদে থাকতে হলে জনগণের কাতারে নেমে আসেন। আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো আপস করা হবে না।’

সমাবেশে গণ–অভ্যুত্থান মঞ্চের সংগঠক ইমরান হাসানের সঞ্চালনায় এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত