Ajker Patrika

বড়াইগ্রামে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের ওই ঘটনায় আজ শনিবার থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কামরুল ইসলাম (৪০) ও মনির হোসেন (৩২)। দুজনই উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, গতকাল রাতে মনির হোসেন ফোনে ওই তরুণীকে ডেকে পাশের আমবাগানে নিয়ে যান। এ সময় মনির হোসেন তাকে শ্লীলতাহানি করেন। পরে কামরুল ইসলাম তাকে ধর্ষণ করেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকালে প্রতিবন্ধী তরুণীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত