Ajker Patrika

বগুড়ায় ডাকাত সন্দেহে আটক ৫ 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ডাকাত সন্দেহে আটক ৫ 

বগুড়ার সদর উপজেলায় ধারালো অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের স্টেশন রোডের (তিনমাথা-সাতমাথা সড়ক) এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। তারা একসঙ্গে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি ও একটি রশি উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন। 

আটককৃতরা হলেন-সদরের কাটনারপাড়া এলাকার বাবু (৩২), উত্তর চেলোপাড়ার নছিব রহমান (২০), উপশহর কসাইপাড়ার আশিদুল (২৬), ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার আরিফ (২২) ও বাদুরতলা এলাকার সজীব প্রামাণিক (৩৬)। 

র‍্যাব কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ওই পাঁচজনকে আটক করা হয়। তারা ডাকাতির উদ্দেশ্যে বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে এসে একত্র হয়েছিলেন। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও রশি উদ্ধার করা হয়েছে। আটক পাঁচজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত