Ajker Patrika

জয়পুরহাটে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিনিধি, জয়পুরহাট 
আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১: ৩৯
জয়পুরহাটে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা আড়াই টায় শহরের রেলস্টেশন এলাকার বারোঘাটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আলী সদর উপজেলার জামালপুর জগদীশপুর গ্রামের মো. আজাদের ছেলে। তাঁরা জয়পুরহাটের দেওয়ানপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। 

জানা যায়, শিশুটি তার বাবার সঙ্গে শহরের নতুনহাট এলাকায় আম বিক্রয় করছিল। একপর্যায়ে শিশুটি তার বাবাকে না জানিয়ে সহপাঠীদের সঙ্গে জয়পুরহাট রেলস্টেশন সংলগ্ন বারোঘাটি নামক পুকুরে গোসল করতে যায়। অন্য শিশুদের দেখাদেখি সেও পুকুরের পানিতে লাফ দিলে তলিয়ে যায়। পানিতে জুতা ভেসে থাকতে দেখে পুকুরপাড়ের কয়েকজনের সন্দেহ হয়। তাঁরা পুকুরে নেমে শিশুটির লাশ উদ্ধার করেন। অপরদিকে, আলীর বাবা ছেলেকে খুঁজে না পেয়ে লোকমুখে শুনে ওই পুকুরপারে এলে ছেলের নিথর দেহ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জয়পুরহাট থানার ওসি এ. কে. এম আলমগীর জাহান ঘটনায় সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত