Ajker Patrika

আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৪ পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১০: ৫৯
আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৪ পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ গ্রামে এ হামলার শিকার হন তাঁরা।

আহত চার পুলিশ সদস্য হলেন গোমস্তাপুর থানার উপপরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেন, কনস্টেবল সাজ্জাদ হোসেন, শাহরিয়ার। এদের মধ্যে পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী উন্নত চিকিৎসার জন্য রামেকে ভর্তি রয়েছেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা বলছে, একটি মামলার পলাতক আসামিদের ধরতে রাধানগর ইউনিয়নের বিভিষণ গ্রামে চারজন পুলিশ সদস্য গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় আসামি পক্ষের লোকজন। এতে গুরুতর আহত হন চারজন পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে চারজন পুলিশ সদস্যকে নিয়ে আসা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, সিন্দাবাদ পাথার বিলের ইজারাদার মামুনুর রশিদের দায়ের করা একটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: নান্দাইলে সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত