Ajker Patrika

বিএডিসি সার গুদামে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিএডিসি সার গুদাম। ফাইল ছবি
বিএডিসি সার গুদাম। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বিএডিসি সার গুদামে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত বিএডিসি সার গুদামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার গুদামের শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় আজকের এ সংঘর্ষ। আহতদের মধ্যে রয়েছেন সজীব (২৬), উজ্জ্বল (২৮), সাহেদ (২৬), সোহেল (৩০), মাসুদ রানা পালানু (৩৫), আশিকসহ (২৫) অন্তত ১০। আহতদের মধ্যে একজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।

এ বিষয়ে রহনপুর বিএডিসি সার গুদামের উপসহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, শ্রমিক ও ঠিকাদারের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে গুদামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত