Ajker Patrika

মির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
গ্রেপ্তার হওয়া ছয়জন। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার হওয়া ছয়জন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই নারী ভুক্তভোগীর স্ত্রী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে অপহৃত আব্দুর রহিমকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের মূল হোতা রাকিব হোসেন (১৮) পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) এবং গাজীপুর জেলার কালিয়াকৈরের তালচানা গ্রামের আকলিমা বেগম (৪০)।

পুলিশ জানায়, একসময় একটি ইটভাটায় কাজ করার সময় আকলিমা ও আব্দুর রহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে গেলে আব্দুর রহিম নিজ এলাকায় ফিরে যান। সেখানে তাঁর আরও এক স্ত্রী রয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে আকলিমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন রহিম।

পরে আকলিমা তাঁকে শায়েস্তা করতে পরিকল্পনা করেন। তিনি ফোন করে রহিমকে মির্জাপুরে আসতে বলেন। রহিম তাঁর ভাড়া বাসায় আসার পরপরই রাকিবের নেতৃত্বে অন্যরা তাঁকে মারধর করেন এবং পালপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে জিম্মি করেন। এরপর রহিমের স্বজনদের ফোন করে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

অপহৃত রহিমের স্বজনেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এবং রহিমকে উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

ওসি রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকায় মাদকবিরোধী কমিটির নেতৃত্ব দিতেন। তবে গোপনে তাঁরা অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত