Ajker Patrika

খারাপ কাজ করে গণমাধ্যমে শিরোনাম হতে চায় না পুলিশ: আইজিপি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২২, ১৫: ৪১
খারাপ কাজ করে গণমাধ্যমে শিরোনাম হতে চায় না পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশ বাহিনী কোনো খারাপ কাজ করে গণমাধ্যমে শিরোনাম হতে চায় না। নানা সাফল্যগাথা ও অর্জনের মাধ্যমেই সংবাদের শিরোনাম হতে চায়। পুলিশের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদের ধরে রাখতে হবে। মানুষের প্রথম ভরসাস্থল হিসেবে কাজ করতে হবে।’

আজ বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৪ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে।

করোনা মহামারির সময় পুলিশের ত্যাগ ও অনবদ্য অবদানের কথা উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, করোনাকালে দায়িত্বের বাইরে গিয়েও জনগণের পাশে দাঁড়িয়েছে পুলিশ। করোনায় আক্রান্ত ব্যক্তিকে যখন আত্মীয়স্বজন ত্যাগ করে চলে গেছেন, তখন পুলিশ আত্মীয়ের মতো তাঁদের পাশে দাঁড়িয়েছে। এ জন্য পুলিশ পেয়েছে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভূয়সী প্রশংসা।

বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের পদক বিতরণ করেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদপুলিশের নবীন সদস্যদের সতর্ক করে দিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘কোনো পুলিশ সদস্যের অপরাধের দায় গোটা বাহিনী নেবে না। ব্যক্তিকেই নিতে হবে। তাই দেশপ্রেম নিয়ে প্রত্যেক সদস্যকে কাজ করতে হবে। পুলিশ এমন কোনো কাজ করবে না, যাতে জনগণ সংক্ষুব্ধ হয়। পুলিশের পোশাকের মর্যাদা রক্ষা করতে হবে। সম্মান ও গর্ব নিয়ে চাকরি করতে হবে, যেন চাকরি শেষে মর্যাদা নিয়ে বাড়ি যাওয়া যায়।’

আইজিপি একটি সুসজ্জিত খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের পদক দেন। প্যারেডে ৪৫৩ জন টিআরসি প্রশিক্ষণার্থী অংশ নেন। এর আগে বৃহস্পতিবার সকালে তিনি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী বেগম জীশান মীর্জা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত