Ajker Patrika

ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সাঁড়া গোপালপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হচ্ছে সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে ও স্থানীয় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ (৯), পাঞ্জু মালোর ছেলে হৃদয় মালো (১০) এবং মাঝদিয়া গ্রামের আকিজলের মেয়ে ও মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিকা (১১)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে জাহিদ, হৃদয় ও আনিকা পরিবারের অগোচরে বাড়ির পাশের জনৈক তহুরুল ইসলাম মানিকের পুকুরে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানত না। গোসল করতে নেমে পুকুরে পানিতে ডুবে নিখোঁজ হয়। বিষয়টি পরিবারের কেউ জানত না। পরে হুজাইফা নামে আরেক শিশু পুকুর পাড়ে তিনজনের জামাকাপড় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকার লোকজন এসে বেলা আড়াইটার দিকে তিন শিশুকে অবচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

তিন শিশুর মধ্যে গতকাল শুক্রবার আনিকা সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রাম থেকে সাঁড়া গোপালপুর এলাকায় তাঁর মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত