পাবনা প্রতিনিধি
পাবনায় যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে থাকাবস্থায় ভস্মীভূত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ জুন) সকালে পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে রাখা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।
এর আগে শুক্রবার (২০ জুন) এসব অটোরিকশা আটক করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশি হেফাজতে এমন ঘটনা অস্বাভাবিক জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা।
পুলিশ ও ভুক্তভোগী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে জরিমানা ও মামলা দেয় যৌথ বাহিনী। পরে জব্দকৃত অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়।
সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও দুটি আংশিক পুড়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, শুরু থেকে পাবনার সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চালানোয় সমস্যা না থাকলেও কোনো নোটিশ ছাড়া হঠাৎ শুক্রবার বেশ কিছু অটোরিককশা জব্দ করে মামলা দেয় যৌথ বাহিনী। এরপর চালকেরা ভালো গাড়ি রেখে গেলেও পরদিন সকালে পুলিশ জানায় আগুনে পুড়ে গেছে তিনটি গাড়ি।
এ ব্যাপারে ভুক্তভোগী হাফিজুল ইসলাম বলেন, ‘নিজে গাড়ি পুলিশ লাইনের ভেতরে রেখে গেছি। পুলিশ চাবি নিয়ে মামলার টোকেন ধরিয়ে দিল। টাকা নেই, বাধ্য হয়ে চাচার কাছ থেকে ধার করে ১০ হাজার টাকা নিয়ে মামলা ভাঙিয়ে আসার পর পুলিশ বলছে, একাই আগুন লেগে গাড়ি পুড়ে গেছে। গিয়ে দেখি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শুধু সামনের গ্লাসটা আছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টি। এর মধ্যে পুলিশি হেফাজতে কীভাবে গাড়িতে আগুন লাগল? আর ৩ লাখ টাকার ক্ষতিপূরণ এখন কে দেবে? হয় অক্ষত অবস্থায় আমার গাড়ি ফিরিয়ে দিক, না হয় দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। তা ছাড়া আমি কীভাবে সংসার চালাব।’
আটঘরিয়ার অটোরিকশাচালক মোস্তফা কামাল বলেন, ‘হঠাৎ সকালে শুনি গাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে জানলাম আমার গাড়ির পেছনের তিনটি গাড়িতে আগুন লেগেছে। অল্পের জন্য আমারটা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পুলিশের কাছে আমাদের গাড়ি নিরাপদ কি না।’
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল বলেন, ‘বিষয়টি পুরোপুরি জানি না। তবে শুনেছি একটি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে যায় এবং তার দুইপাশে থাকা দুটি অটোরিকশাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি বলেন, অটোরিকশার সিলিন্ডার লিকেজ হয়ে এমনটি ঘটতে পারে। সেটির দায় তো পুলিশ নেবে না। তা ছাড়া পুরো পুলিশ লাইন এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত। ঠিক কীভাবে আগুন ধরল, সেটি খতিয়ে দেখা হবে।’
পাবনায় যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে থাকাবস্থায় ভস্মীভূত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২১ জুন) সকালে পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে রাখা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।
এর আগে শুক্রবার (২০ জুন) এসব অটোরিকশা আটক করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশি হেফাজতে এমন ঘটনা অস্বাভাবিক জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা।
পুলিশ ও ভুক্তভোগী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে জরিমানা ও মামলা দেয় যৌথ বাহিনী। পরে জব্দকৃত অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়।
সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও দুটি আংশিক পুড়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, শুরু থেকে পাবনার সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চালানোয় সমস্যা না থাকলেও কোনো নোটিশ ছাড়া হঠাৎ শুক্রবার বেশ কিছু অটোরিককশা জব্দ করে মামলা দেয় যৌথ বাহিনী। এরপর চালকেরা ভালো গাড়ি রেখে গেলেও পরদিন সকালে পুলিশ জানায় আগুনে পুড়ে গেছে তিনটি গাড়ি।
এ ব্যাপারে ভুক্তভোগী হাফিজুল ইসলাম বলেন, ‘নিজে গাড়ি পুলিশ লাইনের ভেতরে রেখে গেছি। পুলিশ চাবি নিয়ে মামলার টোকেন ধরিয়ে দিল। টাকা নেই, বাধ্য হয়ে চাচার কাছ থেকে ধার করে ১০ হাজার টাকা নিয়ে মামলা ভাঙিয়ে আসার পর পুলিশ বলছে, একাই আগুন লেগে গাড়ি পুড়ে গেছে। গিয়ে দেখি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শুধু সামনের গ্লাসটা আছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টি। এর মধ্যে পুলিশি হেফাজতে কীভাবে গাড়িতে আগুন লাগল? আর ৩ লাখ টাকার ক্ষতিপূরণ এখন কে দেবে? হয় অক্ষত অবস্থায় আমার গাড়ি ফিরিয়ে দিক, না হয় দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। তা ছাড়া আমি কীভাবে সংসার চালাব।’
আটঘরিয়ার অটোরিকশাচালক মোস্তফা কামাল বলেন, ‘হঠাৎ সকালে শুনি গাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে জানলাম আমার গাড়ির পেছনের তিনটি গাড়িতে আগুন লেগেছে। অল্পের জন্য আমারটা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পুলিশের কাছে আমাদের গাড়ি নিরাপদ কি না।’
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল বলেন, ‘বিষয়টি পুরোপুরি জানি না। তবে শুনেছি একটি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে যায় এবং তার দুইপাশে থাকা দুটি অটোরিকশাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি বলেন, অটোরিকশার সিলিন্ডার লিকেজ হয়ে এমনটি ঘটতে পারে। সেটির দায় তো পুলিশ নেবে না। তা ছাড়া পুরো পুলিশ লাইন এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত। ঠিক কীভাবে আগুন ধরল, সেটি খতিয়ে দেখা হবে।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
২ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৩ মিনিট আগে