Ajker Patrika

রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯: ১০
রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: র‍্যাব মহাপরিচালক

রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। 

এম খুরশীদ হোসেন বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পাসপোর্টে বিদেশেও পালিয়ে যাচ্ছে। র‍্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে।’ 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধ করা হবে। জঙ্গি সংগঠনগুলো এখন কোরআন ও হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে এবং সোশ্যাল মিডিয়া দিয়ে উঠতি বয়সী তরুণদের মগজ ধোলাই করছে।’ 

র‍্যাবের প্রধান আরও বলেন, ‘নির্বাচনের বছরে আন্দোলন হবে। সরকার-বিরোধী দল মাঠে থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সঠিকভাবেই আইন মোতাবেক কাজ করব।’

এর আগে র‍্যাবের মহাপরিচালক কাশিয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় র‍্যাব-৫, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত